Game

4 days ago

Frenkie de Jong:ইউরো থেকে ছিটকে গেলেন ডাচ মিডফিল্ডার ডি ইয়ং

Frenkie de Jong
Frenkie de Jong

 

নেদারল্যান্ড, ১১ জুন  :আর এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তার আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে সোমবার আইসল্যান্ডকে ৪-০ গোলে হারাল নেদারল্যান্ডস। তবে ডাচদের এই ম্যাচ জিতলেও তাদের কাছে দুঃসংবাদ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে তারা ইউরো কাপে পাচ্ছে না। ইনজুরির কারণে আসন্ন ইউরো থেকে ছিটকে গেছেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

সোমবার বার্সেলোনার চিকিৎসক জানায়, ইউরোর আগে ডি ইয়ংয়ের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। যার কারণে ইউরো খেলা হচ্ছে না ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের।


You might also like!