Game

2 weeks ago

Durand Cup: মঙ্গলবার ডুরান্ড সেমিফাইনাল, মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি

Durand semi-final on Tuesday, Mohun Bagan will face Bengaluru FC
Durand semi-final on Tuesday, Mohun Bagan will face Bengaluru FC

 

কলকাতা, ২৭ আগস্ট : মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ। মোহনবাগান খেলবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির সঙ্গে।কোয়ার্টার ফাইনালে মোহনবাগান পঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আর বেঙ্গালুরু ইএফসি কেরালা ব্লাস্টারকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। এদিনের ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ৫.৩০ মিনিটে।

কলকাতা দুই প্রধান ইস্টবেঙ্গল, মহমেডান আগেই বিদায় নিয়েছে। ডুরান্ড কাপে বাংলার একমাত্র প্রতিনিধি এখন মোহনবাগান সুপার জায়ান্ট।

তবে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের কেন্দ্র নিয়ে শুরু হয়েছিল জল্পনা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ম্যাচটি হওয়ার কথা ছিল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। কলকাতার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই ম্যাচ সরিয়ে নেওয়ার কথা হচ্ছিল। শেষ পর্যন্ত দর্শকদের অনুরোধে ডুরান্ড কমিটি কলকাতাতেই ম্যাচটি আয়োজনের ব্যবস্থা করেছে।

ডুরান্ড কাপ ২০২৪-এর বহুল প্রত্যাশিত প্রথম সেমিফাইনালের লড়াইটি ২৬ আগস্ট একটি রোমাঞ্চকর 'নর্থইস্ট ডার্বি'-তে শিলং লাজং এফসি-এর বিরুদ্ধে নর্থইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হয়েছিল। সেই রোমাঞ্চকর ডার্বি ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড ৩-০ গোলে লাজং এফ থেকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। ৩১ আগস্ট তারা ফাইনালে খেলবে মঙ্গলবারের সেমিফাইনালে মোহনবাগান ও ব্যাঙ্গালোর এফসির ম্যাচে যে দল জয়ী হবে তার সঙ্গে।

You might also like!