দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের মহারণে র মাত্র ৪৮ ঘন্টা পরে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। ২০০৩ সালের প্রতিশোধ দেখতে মুখিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা। কাকতালীয়ভাবে রবিবার, ছুটির দিন ফাইনাল ম্যাচ পড়ায় আনন্দে আত্মহারা সকলেই। আয়েশ করে বন্ধু-বান্দবদের সঙ্গে খেলা দেখার প্ল্যান ছকে ফেলেছেন প্রায় সবাই। সঙ্গে অবশ্যই খানা-পিনার এলাহি আয়োজনের কথাও ভেবে ফেলেছেন। তবে সেখানেই কাটল তাল। রবিবার ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। ফলে সুরাপ্রেমীদের গ্লাস ফাঁকাই থাকবে।
রবিবার ড্রাই ডে ঘোষণা করেছে দিল্লির আপ সরকার। ১৯ নভেম্বর ছট উৎসব পালিত হবে দেশজুড়ে। আর সেই কারণেই ছট পুজোর দিন মদ বিক্রি এবং কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেজরিওয়াল সরকার।
শুক্রবার দিল্লি সরকারের আবগারি দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়, রবিবার, ১৯ নভেম্বর ড্রাই ডে পালিত হবে দিল্লিতে। ছট পুজোর পবিত্র উৎসব উপলক্ষে সেদিন কোনও মদ বিক্রি এবং ক্রয় করা যাবে না রাজধানীতে।
বিরাটের সেঞ্চুরি, সামির বিধ্বংসী বোলিং কিংবা অজি প্লেয়ারদের উইকেট পতন হলেও গ্লাসে গ্লাসে চিয়ার্স করে উদযাপন হবে না দিল্লিবাসীর। ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবের দিনটাতে শুকনো গলাতেই উল্লাসে মাততে হবে তাদের। ফলে বেজায় মনখারাপ রাজধানীর ক্রিকেট ভক্ত সুরাপ্রেমীদের।
অন্যদিকে, একাংশ মনে করছেন সরকারের এই সিদ্ধান্ত একেবারেই যথাযথ। অনুমান করা হচ্ছিল বিশ্বকাপ ক্রিকেটের দিন মদের দোকানগুলির সামনে লম্বা লাইন পড়বে। ফলে হুড়োহুড়ি, ঠেলাঠেলি বাঁধার সম্ভাবনা তৈরি হতে পারত। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন দিল্লির বাসিন্দাদের একাংশ।
রোহিত শর্মার দল এই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে। তৃতীয়বারের জন্য কী কাপ আসবে ঘরে? ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ তুঙ্গে হলেও ক্রিকেটপ্রেমীদের জয়োল্লাসে সঙ্গী হওয়া হবে না রঙিন পানীয়ের।