দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবারও বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গ ভারতের। টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসল নিউজিল্যান্ড। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল ভারতের । হকি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে অপরাজিত থেকে ক্রসওভার ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অবস্থা একেবারেই ভাল ছিল না। নিজেদের গ্রুপে তৃতীয় হয়ে ভারতের বিরুদ্ধে নেমেছিল তারা। তবে শক্তিশালী দলের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিল কিউয়িরা।
রবিবারের ম্যাচের প্রথম থেকেই কিউয়ি ডিফেন্ডারদের চাপে রেখেছিল ভারত। গোল লক্ষ্য করে শট মারার চেষ্টা করতেই ভারতীয় ফরোয়ার্ডদের ঘিরে ধরছিলেন বিপক্ষ খেলোয়াড়রা। প্রথম কোয়ার্টারে একটি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেনি ভারত। গোলশূন্যভাবে প্রথম কোয়ার্টার শেষ হয়। কিন্ত দ্বিতীয় কোয়ার্টারেই স্বমেজাজে ফেরে ভারত। ১৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ললিত। চার মিনিটের মাথায় গোল লক্ষ্য করে শট নেন নীলকান্ত শর্মা। প্রথমে গোল দিলেও বিপক্ষের রিভিউয়ের ফলে বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়ার। ২৫ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। হরমনপ্রীতের শট বাঁচাতে গিয়ে পজিশন হারিয়ে ফেলেন গোলকিপার। ফিরতি বলে স্টিক ছুঁইয়ে গোললাইন পার করিয়ে দেন সুখজিৎ। কিন্তু মিনিট তিনেকের মধ্যেই ব্যবধান কমিয়ে ফেলে নিউজিল্যান্ড। ৪১ মিনিটের মাথায় আসে ভারতের তৃতীয় গোল। তবে পিছিয়ে পড়েও মনোবল হারায়নি নিউজিল্যান্ড। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে তারা। শেষ কোয়ার্টার জুড়ে শুধুই কালো জার্সিধারীদের দাপট। ৫০ মিনিটে আবারও পেনাল্টি কর্নার পায় নিউজিল্যান্ড। ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। প্রথম পাঁচটি শটের মধ্যে দুই দলই তিনটি করে গোল করে। ফলে শুরু হয় পেনাল্টি শুট আউটের দ্বিতীয় পর্ব।সাডেন ডেথে গিয়ে অবশেষে জয় পায় নিউজিল্যান্ড।