মুম্বই, ৫ জুন : চলতি বছরের ২৩ সেপ্টেম্বর চিনে এশিয়ান গেমস। তার আগে চলতি জুন মাসের শেষে ট্রায়াল হওয়ার কথা। ফলে সময় বেশি নেই আন্দোলনরত কুস্তিগিরদের। কিন্তু প্রস্তুতি নিয়ে কি ভাবছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটেরা? তাঁরা তো ব্যস্ত ভারতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে আন্দোলনে নিয়ে। বজরং পুনিয়াতো আবার বলে দিয়েছেন এই আন্দোলন এশিয়ান গেমসের থেকেও গুরুত্বপূর্ণ।
কিন্তু এখন যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে কুস্তিগীররা গেমসে খেলতে পারবেন কি না সেটা নিশ্চিত নয়। কুস্তি সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘‘এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে শারীরিক প্রস্তুতির তো দরকারই, সেই সঙ্গে মানসিক প্রস্তুতিও দরকার। কিন্তু আন্দোলনকারী কুস্তিগিরেরা এখন যে অবস্থায় রয়েছেন তাতে ওদের পক্ষে মানসিক ভাবে নিজেদের তৈরি করা খুব কঠিন।’’
ব্রিজভূষণ গ্রেফতার না হওয়া পর্যন্ত কুস্তিগীররা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং পরিস্থিতি এখন খুবই জটিল। এই পরিস্থিতিতে এশিয়ান গেমসে ভারতের কুস্তিগীরদের প্রতিনিধিত্ব করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।