Game

1 year ago

Domestic cricket season at Eden Gardens : ইডেন গার্ডেন্সে বসতে চলেছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর

domestic cricket season is going to be held at Eden Gardens
domestic cricket season is going to be held at Eden Gardens

 

লন্ডন, ৬ সেপ্টেম্বর  : করোনা অতিমারির পর এই প্রথম পুরোদস্তুর ঘরোয়া ক্রিকেটের আয়োজন করতে চলেছে বিসিসিআই। ইডেন গার্ডেন্সে বসতে চলেছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর। সীমিত ওভারের দুই প্রতিযোগিতা হতে চলেছে কলকাতায় । ইডেনে এ বার ইরানি কাপের দু’টি ম্যাচ আয়োজন করা হবে। ১-৫ অক্টোবর ২০২০-র রঞ্জি বিজয়ী সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত একাদশ। পরের ম্যাচটি হবে মার্চে। বিজয় হজারে ট্রফির লিগ পর্বের ম্যাচও হবে ইডেন গার্ডেন্সে।

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। বিজয় হজারে ট্রফি ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সৈয়দ মুস্তাকের লিগ পর্বের ম্যাচগুলি হবে লখনউ, ইনদওর, রাজকোট, পঞ্জাব এবং জয়পুরে। অন্য দিকে, বিজয় হজারের লিগ পর্বের ম্যাচ কলকাতা ছাড়াও মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং রাঁচিতে হবে।

শুধু তাই নয়, এ বার দু’টি ইরানি কাপের ম্যাচ হবে। ১-৫ অক্টোবর প্রথম ম্যাচে ২০২০-র রঞ্জি বিজয়ী সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত একাদশ। করোনার কারণে আগে এই ম্যাচের আয়োজন করা হয়নি। মার্চের ১-৫ তারিখ গত বারের রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ খেলবে অবশিষ্ট ভারত একাদশের বিরুদ্ধে।

প্রথম বার হবে অনূর্ধ্ব-১৫ মহিলাদের প্রতিযোগিতা। ২৬ ডিসেম্বর থেকে পরের বছর ১২ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে বেঙ্গালুরু, রাঁচি, রাজকোট, ইনদওর, রায়পুর এবং পুণেতে। মহিলা দলে আরও আগামী দিনে আরও বেশি ক্রিকেটার আসতে পারে, তার জন্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

You might also like!