Game

1 week ago

Djokovic: স্ট্রেট সেটে জিতে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন জোকোভিচ

Djokovic (Symbolic Picture)
Djokovic (Symbolic Picture)

 

নিউ ইয়র্ক, ২৭ আগস্ট: স্ট্রেট সেটে জিতে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন জোকোভিচ। তিনি হারিয়ে দিলেন মল্ডোভার রাদু অ্যালবটকে। ম্যাচের ফল জোকোভিচের পক্ষে ৬-২, ৬-২, ৬-৪।

জোকোভিচ বলেছেন, “আমি যে ভাবে প্রতিযোগিতা শুরু করতে চেয়েছিলাম, সে ভাবেই করতে পেরেছি। কিছুটা ভুল ভ্রান্তি হয়েছে , তবে সেটা হতেই পারে। অলিম্পিক্সে ক্লে কোর্টে খেলেছিলাম সেখান থেকে হার্ড কোর্টে খেলছি। গত ছ’মাসে আমি হার্ড কোর্টে একটা ম্যাচও খেলিনি। এই কোর্টে খেলার অভ্যেসটা ফিরিয়ে আনতে হবে।”

You might also like!