Game

2 weeks ago

Shikhar Dhawan farewell to cricket : ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান, কোনও ক্রিকেটই না খেলার সিদ্ধান্ত

Shikhar Dhawan (symbolic picture)
Shikhar Dhawan (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৪ আগস্ট : ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক এবং ঘরোয়া, দুই ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন তিনি। সমাজ মাধ্যমে পোস্ট করে এই কথা জানিয়েছেন ভারতীয় ওপেনার। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান লিখেছেন, ‘‘আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’’

ধাওয়ান ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দিল্লি ক্রিকেট সংস্থাকে। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরও। তিনি বলেন, “দেশের হয়ে খেলতে পেরে আমি ধন্য। বিসিসিআই, ডিডিসিএ আমাকে সেই সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে পেয়েছি সমর্থকদের ভালবাসা। নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই, বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি।

You might also like!