Game

6 days ago

IPL 2025: আইপিএল-এ নিজের রেকর্ড ‘ভাঙলেন’ ধোনি

MS Dhoni
MS Dhoni

 

কলকাতা, ১২ এপ্রিল(হি.স.) : এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার কলকাতার মুখোমুখি হয়েছিল চেন্নাই। ৪৩ বছর ২৭৮ দিন বয়সে ম্যাচটি খেললেন ধোনি। আগের রেকর্ড ছিল ধোনিরই। ২০২৩ আসরের ফাইনালে চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার দিন তার বয়স ছিল ৪১ বছর ৩২৬ দিন। ওই ম্যাচে গুজরাট টাইটানসকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিল চেন্নাই। তালিকায় পরের স্থানে আছেন প্রয়াত কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। রাজস্থান রয়্যালসকে ৪১ বছর ২৪৯ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিংস ইলেভেন পঞ্জাবকে (এখনকার পঞ্জাব কিংস) ৪১ বছর ১৮৫ দিন বয়সে নেতৃত্ব দেন আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। কনুইয়ে চোট পেয়ে এবারের আইপিএল চিটকে যান চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের। তার জায়গায় বৃহস্পতিবার ধোনিকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছিল । ২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনি। তার নেতৃত্বেই সবকটি শিরোপা জিতেছে দলটি। ২০২২ সালে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। দায়িত্ব দেওয়া হয় রাভিন্দ্রা জাডেজাকে। কিন্তু দল ভালো না করায় মাঝপথে নেতৃত্ব ছেড়ে দেন জাডেজা। আবার নেতৃত্বে ফেরানো হয় ধোনিকে। পরের বছর দলকে পঞ্চম শিরোপা এনে দেন তিনি। ২০২৪ আইপিএলে ফের চেন্নাইয়ের নেতৃত্বে বদল হয়। ধোনির জায়গায় রুতুরাজকে অধিনায়কত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

You might also like!