Game

3 weeks ago

Devon Conway:সেমিফাইনালের আগে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডেভন কনওয়ে

Devon Conway
Devon Conway

 

মুম্বই :সেমিফাইনালে ভারতের সঙ্গে খেলবে নিউজিল্যান্ড। আর এই ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে কিউয়িরা। নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে তাই বলছেন, “ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে,শক্তিশালী দল। তবে আমরাও সব রকম চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তৈরি। আয়োজক দেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলার একটা আলাদা বিশেষত রয়েছে। তেমনই বাধাও থাকবে। তবে আমরা সবরকম লড়াইয়ের জন্য তৈরি।”

দলের পারফরম্যান্সেও খুশি তিনি। দলের এই পারফরম্যান্সের জন্য সকলের অবদান রয়েছে বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, “আমরা গোটা গ্রুপ পর্বে ভালো ক্রিকেট খেলেছি়। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি আমরা। এই লড়াইয়ের মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত উপভোগও করেছি।”


You might also like!