Game

2 months ago

India vs New Zealand : 'বিধ্বংসী ভারতীয় বোলিং, ১০৮ রানে অল-আউট নিউজিল্যান্ড

India

 

রায়পুর, ২১ জানুয়ারি: হায়দরাবাদে পাহাড়সম লক্ষ্যমাত্রা সত্ত্বেও চোখে চোখ রেখে লড়েছিল কিউয়িরা ৷ ভারতীয় অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল ৷ কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে ল্যাজে-গোবরে নিউজিল্যান্ড ব্যাটিং ৷ শনিবার রায়পুরে কোনক্রমে একশো পেরিয়ে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস ৷ এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে নিতে ভারতের চাই ১০৯ রান।


৩৪.৩ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ব্লেয়ার টিকনার। ৭ বলে ২ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১০৮ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, ম্যাচ তথা সিরিজ জয়ের জন্য ভারতের দরকার ১০৯ রান। ৯ বলে ২ রান করে অপরাজিত থাকেন শিপলি। ভারতের হয়ে শামি ১৮ রানে ৩টি উইকেট নেন। ১৬ রানে ২টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৭ রানে ২টি উইকেট সংগ্রহ করেন ওয়াশিংটন। এছাড়া ১টি করে উইকেট দখল করেন মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।


জবাবে ব্যাট করতে নেমে চালকের আসনে ভারত। ১৮ ওভারে ভারতের স্কোর ৯৮ রানে ২ উইকেট। 

You might also like!