প্যারিস, ১১ জুলাই : ইউরোতে ফ্রান্সের ব্যর্থতার পর কোচ দেশমের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই শঙ্কায় জল ঢেলে দিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ হিসেবে থাকছেন দেশম।
ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ্পে দিয়াল্লো জানিয়েছেন, "দিদিয়ের দেশমের সঙ্গে আমাদের চুক্তি এখনও শেষ হয়নি। আমরা যে প্রত্যাশা নিয়ে তাকে কোচ নিয়োগ করেছিলাম, তা পূরণ করেছেন দেশম। দেশম তার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।’