Game

2 weeks ago

French Cup semifinal: দেম্বেলের নৈপুণ্যে ফরাসি কাপের ফাইনালে পিএসজি

Ousmane Dembele celebrates after scoring PSG's fourth goal
Ousmane Dembele celebrates after scoring PSG's fourth goal

 

প্যারিস, ২ এপ্রিল : প্রথম আধ ঘন্টায় দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে উসমান দেম্বেলের নৈপুণ্যে পিএসজি ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় স্তরের দল ডানকেঁয়াককে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফরাসি কাপের ফাইনালে উঠল। সেমি-ফাইনালে মঙ্গলবার রাতে ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট আছে দেম্বেলের। তাদের অন্য দুই গোলদাতা হলেন মার্কিনিয়োস ও দিজিরে দুয়ে। প্রথমার্ধের ৭ ও ২৭ মিনিটে ভিনসেন্ট সাসো ও সাইদ আল সাদের গোলে এগিয়ে যায় ডানকেঁয়াক।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে দেম্বেলের গোলে পিএসজি ঘুরে দাঁড়ায়। এরপর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে তার ক্রসে হেডে দলকে সমতায় ফেরান মার্কিনিয়োস। ৬২ মিনিটে তরুণ ফরাসি স্ট্রাইকার দুয়ের এগিয়ে দেন। আর যোগ করা সময়ে ৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন দেম্বেলে। এই মরসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে দেম্বেলের গোল হলো ৩২টি, অ্যাসিস্ট ৭টি।


You might also like!