Game

3 weeks ago

Daniele De Rossi :রোমার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ড্যানিয়েল ডি রসিকে

Daniele De Rossi
Daniele De Rossi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- রোমার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ড্যানিয়েল ডি রসিকে। গত জানুয়ারিতে জোসে মরিনহোর জায়গায় ড্যানিয়েল ডি রসিকে কোচের পদে এনেছিল রোমা। আটমাসের মধ্যেই রোমার কোচের পদ থেকে বরখাস্ত করা হলো তাঁকে।

কারন চলতি মরসুমে বেহাল দশা দলটির। এখন রোমার জয় অধরা। চার ম্যাচের তিনটিতে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে তারা। দলের এই খারাপ অবস্থার জন্য ক্লাবের কিংবদন্তি কোচকে চাকরিচ্যুত করেছে রোমা। অথচ ক্লাবের এই কিংবদন্তি কোচের অধীনে গত মরসুমে ভালই খেলেছিল রোমা।

You might also like!