Game

3 weeks ago

Paris Olympics 2024 : সাইক্লিস্ট ম্যাট রিচার্ডসন খেলবেন ব্রিটেনের জন্য

Matt Richardson (symbolic picture)
Matt Richardson (symbolic picture)

 

সিডনি, ২০ আগস্ট : অস্ট্রেলিয়ার সাইক্লিস্ট ম্যাট রিচার্ডসন। এবারই প্রথম অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে খেলে জিতেছেন তিনটি পদক। কিন্তু প্যারিস অলিম্পিকের পরই তিনি পাল্টে ফেললেন দেশ। অস্ট্রেলিয়ার হয়ে প্যারিস অলিম্পিকে তিনটি পদক জেতা ম্যাট রিচার্ডসন আগামী ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে আর অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন না। তিনি খেলবেন জন্মভূমি গ্রেট ব্রিটেনের হয়ে।ইংল্যান্ডের কেন্টে জন্ম নেওয়া রিচার্ডসন প্যারিসে সাইক্লিংয়ে দুটি রুপো ও একটি ব্রোঞ্জ জিতেছেন। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে জিতেছিলেন দুটি সোনা। গত বছর গ্লাসগোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও জেতেন দুটি রুপো।

You might also like!