Game

4 weeks ago

Croatia beat Brazil: ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়া

Croatia beat Brazil
Croatia beat Brazil

 

তাসখন্দ, ১৬ সেপ্টেম্বর : ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসালে আধিপত্য বজায় রেখেছে ব্রাজিল। গতবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবারও সেই লক্ষ্যে এগোচ্ছে ব্রাজিল। এবার ফিফা ফুটসাল বিশ্বকাপের আসর বসেছে উজবেকিস্তানে। ২৪ দলের এই টুর্নামেন্টে ব্রাজিল আছে গ্রুপ 'বি'তে। গত শনিবার গ্রুপ পর্বের সেই ম্যাচে কিউবাকে ১০ গোলে হারিয়ে সূচনা করেছে ব্রাজিল। বুখারা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হ্যাটট্রিক করে গোল উৎসবে নেতৃত্ব দেন উইঙ্গার মার্সেল ও মার্লন। এছাড়াও গোল করেন নেগুইনহো, ফেলিপে ভ্যালেরিও, পিটো এবং আর্থার। দারুণ পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরা হয়েছেন মার্সেল। একই ভেন্যুতে মঙ্গলবার ভারতীয় সময় রাত ৮টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ।

You might also like!