Game

6 months ago

Niraj Chopra: ৯০ মিটার ছোঁড়ার জন্য ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ, দোহা ডায়মন্ড লিগ শুরুর আগে মন্তব্য নীরজ চোপড়ার

Niraj Chopra (File Picture)
Niraj Chopra (File Picture)

 

দোহা, ১০ মে: শুক্রবার দোহায় ডায়মন্ড লিগ শুরু। তার আগে বৃহস্পতিবার রাতে দোহা ডায়মন্ড লিগের প্রাক্কালে নীরজ চোপড়া বলেছেন,''আমি জানি আমি ৯০ মিটার ছুড়ব, কিন্তু এর জন্য ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ''।

নীরজ বলেছেন, ''প্রস্তুতি ভালো হয়েছে। আমি আজকের জন্য প্রস্তুত। আমি ৮৮-৯০ মি.এর মধ্যে আটকে গেছি এবং আমি সত্যিই এই বাধা ভাঙতে চাই। তবে আমার ফোকাস সুস্থ থাকা এবং ধারাবাহিক হওয়া। এটি আমার শক্তিশালী পয়েন্টগুলির মধ্যে একটি, সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুলির মধ্যে একটি। আমি জানি আমি ৯০মি. ছুড়ব, কিন্তু ওই যে বলেছি এর জন্য ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ''।


You might also like!