Game

4 weeks ago

Conference League:কনফারেন্স লিগ: দাপুটে জয় দিয়ে শুরু চেলসির

Chelsea start with a big win
Chelsea start with a big win

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ইউরোপা কনফারেন্স লিগে দাপুটে জয় দিয়ে শুরু করলো চেলসি। তারা হারালো বেলজিয়ান ক্লাব জেন্টকে।

বৃহস্পতিবার রাতে জেন্টের বিরুদ্ধে ৪-২-এ জয় পেল চেলসি। দলের হয়ে একটি করে গোল করেন রেনাতো ভেইগা, পেদ্রো নেতো, ক্রিস্টিফার এনকুনকু ও কিয়েরনান ডিউসবারি-হল। আর জেন্টের হয়ে দুটি গোল করেন তিশুয়োশি ওতানাবে ও ওমরি গ্যানদেলম্যান।

ঘরের মাঠ স্টামফোর্ট ব্রিজে ‍ম্যাচে আধিপত্য ছিল চেলসির। ৭০ শতাংশ সময় বল তারা দখলে রেখে ২০টি শট নিয়েছে। এরমধ্যে ৫টি ছিল গোলমুখে। আর ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে বেলজিয়ান ক্লাব জেন্ট।

৬ ম্যাচে ৪ জয় নিয়ে লিগ টেবিলের চারে অবস্থান করছে ব্লুজ। ইউরোপা কনফারেন্স লিগে নিজেদের প্রথম ম্যাচটা দাপুটে জয়ে রাঙাল কোচ এনজো মারেসকার চেলসি।

You might also like!