বার্মিংহ্যাম, ৬ আগস্ট : কমনওয়েলথ গেমসে ভারতের মেয়েদের স্বপ্নের দৌড় অব্যাহত। ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ইংরেজদেরই গুঁড়িয়ে দিল ভারতের মহিলা দল। কোয়ার্টার ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে কমনওয়েলথ গেমসের টি-২০ টুর্নামেন্টের ফাইনালে উঠলদেশের মহিলা ক্রিকেট টিম । সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে ভারত। ওপেনার স্মৃতি মন্ধানা ৩১ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৩১ বলে ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেন জেমাইমা রড্রিগেজও। ১৬৫ রানের বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা দুর্দান্তই করেছিল ইংল্যান্ড। প্রথম ৬ ওভারে ৫৮ রান তুলে ফেলেন ইংল্যান্ডের মেয়েরা। কিন্তু তারপরই দুর্দান্ত কামব্যাক করে ভারত। মাঝের ওভারগুলিতে ভারতের স্পিনারদের বিরুদ্ধে সেভাবে রান তুলতে পারেনি ইংরেজরা। সেটারই খেসারত দিতে হল তাঁদের। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস শেষ হল ১৬০ রানে। ভারত জিতল ৪ রানে। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমস ক্রিকেটে রূপো জয় নিশ্চিত হয়ে গেল ভারতের মেয়েদের। ফাইনালে জিতলে সোনা জিতবে ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করা আছে ভারতের মেয়েদের জন্য।