প্যারিস, ১১ আগস্ট : চীন এবং বিশ্ব টেবিল টেনিসের কিংবদন্তি খেলোয়াড় মা লং এবার প্যারিস অলিম্পিক খেলে টেবিল টেনিসকে বিদায় জানালেন। টেবিল টেনিস অঙ্গনে লম্বা সময় ধরে দাপটের সঙ্গে খেলে গেছেন, যা কেউ দেখাতে পারেননি বলে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) তাঁর ডাকনাম দিয়েছে ‘দ্য ডিক্টেটর' ও ‘দ্য ড্রাগন’। তিনি তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন, একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে ডাবল গ্র্যান্ড স্লাম, সবচেয়ে বেশি ৬৪ মাস বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বরে থাকা। এত কিছুর পরও তার চাওয়া ছিল, তা হল -চীনের হয়ে অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক জেতা। সেই চাওয়া গতকাল রাতে পূরণ হয়েছে। প্যারিস অলিম্পিকে ছেলেদের দলগত টেবিল টেনিস ফাইনালে সুইডেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চীন। আর এর মধ্য দিয়ে চীনের হয়ে রেকর্ড ৬টি সোনা জয়ের কীর্তি গড়েছেন চীনের টেবিল টেনিস দলের অধিনায়ক মা লং। এত দিন ৫টি করে সোনা জিতে মা লংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন দুই ডাইভার মিনজিয়া ও চেন রুওলিন এবং জিমন্যাস্ট জু কাই।