দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত বিভাগে প্রথম সোনা জিতেছিল চিন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চিনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি।
এরপর চিন সোনা জিতল সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের। ২০০৪ সালে এথেন্সের পর প্রথম অলিম্পিকের উদ্বোধনী দিনে পদক পেল গ্রেট ব্রিটেন।