Game

1 month ago

Paris olympics : টোকিওর রুপো জয়ী চানুও ব্যর্থ, শেষ করলেন চতুর্থ স্থানে

Mirabai Chanu (symbolic picture)
Mirabai Chanu (symbolic picture)

 

প্যারিস, ৮ আগস্ট : অলিম্পিকে আবারও একটা ব্যর্থতা। যার হাত ধরে একটি পদক আসার সম্ভাবনা ছিল সেই টোকিওর রুপো জয়ী মিরাবাই চানু পদক আনতে পারলেন না অলিম্পিক থেকে। তিনি শেষ করেছেন চতুর্থ স্থানে। দুই রাউন্ড মিলিয়ে টোকিওর রুপো জয়ী চানু মোট ১৯৯ কেজি ওজন তোলেন। মাত্র এক কেজির জন্য হাতছাড়া হয়ে গেল ব্রোঞ্জ। স্ন্যাচ রাউন্ডের শেষে তৃতীয় স্থানে ছিলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডের দ্বিতীয় প্রচেষ্টার পরেও ব্রোঞ্জের লড়াইয়ে ছিলেন। কিন্তু শেষ চেষ্টায় চানু ১১৪ কেজি তুলতে পারেননি । আবার তীরে এসে হতাশায় নিমজ্জিত হলেন চানু এবং ভারতবাসী।

You might also like!