Game

3 weeks ago

Barcelona vs Monaco:চ্যাম্পিয়ন্স লিগ: বার্সাকে হারিয়ে দিল মোনাকো

Barcelona vs Monaco
Barcelona vs Monaco

 

বার্সেলোনা, ২০ সেপ্টেম্বর : মোনাকোর মাঠে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে হেরে গেল হান্সি ফ্লিকের দল।ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কা বার্সেলোনার। একে গোল হজম। তারপর দশম মিনিটে বড় ধাক্কাটি খায় বার্সেলোনা, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার এরিক গার্সিয়া।একজন কম নিয়ে সেই ধাক্কা সামলে লামিনে ইয়ামালের গোলে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। এই মরসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ৬ ম্যাচে ইয়ামালের গোল ও অ্যাসিস্ট হলো সমান ৪টি।কিন্তু শেষ লড়াই করেও শেষ রক্ষা হল না। হেরে গেল বার্সা।চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচে মোনাকোর প্রথম জয় এটিই। এর আগে ১৯৯৩-৯৪ মরসুমে গ্রুপ পর্বের দুই দেখায় বার্সেলোনা জিতেছিল যথাক্রমে ২-০ ও ১-০ গোলে।মোনাকোর হয়ে মানসা ওইলেনিখেনা গোলগুলি করেন। আর বার্সেলোনা হয়ে গোলটি করেন ইয়ামাল।


You might also like!