Game

1 week ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ : স্পার্টা প্রাহাকে ৫-০ গোলে হারিয়েছে ম্যানসিটি

Man City beat Sparta Praha 5-0
Man City beat Sparta Praha 5-0

 

ম্যানচেস্টার, ২৪ অক্টোবর  : চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে স্পার্টা প্রাহাকে ৫-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। জোড়া গোল করেছেন আরলিং হল্যান্ড। আর একটি করে গোল করেছেন জন স্টোনস, ফিল ফোডেন ও ম্যাথুস নুনেস।

ম্যাচের ৩ মিনিটেই ম্যানসিটি গোল পায়। ম্যানুয়েল আকাঞ্জির কাছ থেকে বল পেয়ে গোল করেন ফিল ফোডেন। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ১০ মিনিট পর সেভিওর অ্যাসিস্ট –এ ২-০ করেন আরলিং হল্যান্ড। ৬৪ মিনিটে আরেকটি গোল করেন জন স্টোনস, এই গোলে অ্যাসিস্ট করেন ম্যাথুস নুনেস। ৬৮ মিনিটে আবার হল্যান্ডের গোল, এবারও অ্যাসিস্ট করেন নুনেস। ৮৮ মিনিটে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি । সেই পেনাল্টি থেকে গোল করেন নুনেস।

You might also like!