Game

1 week ago

Champions League: চ্যাম্পিয়নস লিগ : মিলানকে হারিয়ে লেভারকুসেন পেল টানা দ্বিতীয় জয়

Leverkusen beat Milan for second consecutive win
Leverkusen beat Milan for second consecutive win

 

মিলান, ২ অক্টোবর : চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার রাতে (১ অক্টোবর) মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও এসি মিলান। বে এরিনায় এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ গোলে জয় পেয়েছে স্বাগতিক লেভারকুসেন।আর টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনে উঠে এলো আলোনসোর দল।

দ্বিতীয় হাফের শুরুটাও দারুণ করে লেভারকুসেন। ৫১ মিনিটে বনিফেস নাইজেরিয়ান এই স্ট্রাইকার গোল করেন।এরপর বেশকিছু আক্রমণ করেও স্বাগতিকদের ডিফেন্স ভাঙতে পারেনি মিলান। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লেভারকুসেন। এদিকে দুই ম্যাচে দুইটিতেই হেরে টেবিলের ২৯তম স্থানে এসি মিলান।

You might also like!