Game

1 week ago

Arsenal defeated PSG:চ্যাম্পিয়নস লিগ : পিএসজিকে হারাল আর্সেনাল

Arsenal defeated PSG
Arsenal defeated PSG

 

প্যারিস, ২ অক্টোবর : মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে একটি করে গোল করেছেন কাই হাভার্টজ এবং বুকায়ো সাকা।

ম্যাচের ২০ মিনিটে দোন্নারুম্মার ভুলের কারণে পিছিয়ে পড়ে পিএসজি। আর্সেনালের হয়ে গোল করেন কাই হাভার্টজ। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। গোল করেন বুকায়ো সাকা।এই জয়ে আর্সেনালের পয়েন্ট হল ৪। পয়েন্ট টেবিলের আট নম্বরে আছে তারা। পিএসজি ৩ পয়েন্ট নিয়ে আছে ১৮ নম্বরে।


You might also like!