মাদ্রিদ, ৯ মে : কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। সেটাই যেন দেখিয়ে দিল রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে। শেষ ৩ মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড বায়ার্ন । জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল। উঠে গেল ফাইনালে।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ, দুই লেগ মিলিয়ে তারা জয় পেলে ৪-৩এ। আলিয়াঞ্জ অ্যারেনায় তারা ড্র করেছিল ২-২ গোলে।
প্রথমার্ধে আধিপত্য ছিল স্বাগকিতদেরই। পুরো ৪৫ মিনিটই বায়ার্ন মিউনিখের রক্ষণকে ব্যস্ত রেখেছিল তারা। শুধু গোলটাই হয়নি ।দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে বায়ার্ন।
ম্যাচের ৬৮ মিনিটে আলফনসো ডেভিস সফরকারী দলের হয়ে গোল করেন।উল্লাসে ফেটে পড়ে বায়ান। খেলা শেষ হতে তখন আর ২ মিনিট বাকি। এই সময় জোসেলুর গোলে রিয়াল ফেরে সমতায়। ৩ মিনিট পর আবারও গোল করেন জোসেলু। ২-১ এগিয়ে যায় রিয়াল। বাকি কয়েকটা মিনিট রিয়াল ছিল শেষ বাঁশি বাজার অপেক্ষায়।