Game

4 days ago

FIFA Banned Cameroonian Footballer : ক্যামেরুনের স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিফা

Samuel Eto-o  (symbolic picture)
Samuel Eto-o (symbolic picture)

 

জুরিখ, ১ অক্টোবর : ফিফার আচরণবিধি ভাঙার জন্য ক্যামেরুনের ফুটবলার স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করল ফিফা। ২০২১ সাল থেকে এই কিংবদন্তি ফুটবলার ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে আছেন। এই শাস্তির কারণে আগামী ছয় মাস তিনি ক্যামেরুন জাতীয় দলের কোনও বয়সভিত্তিক পর্যায়ের দলের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার রাতে জানিয়েছে, ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বোগোতায় অনূর্ধ্ব–২০ মহিলা বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল–ক্যামেরুন ম্যাচে দুটি অভিযোগের ভিত্তিতে ইতোকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিফা শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়েছে, অফিশিয়ালদের সঙ্গে ‘অসদাচরণ’ এবং ‘ন্যায্য খেলার মৌলিক নীতিগুলো লঙ্ঘন ও আক্রমণাত্মক ব্যবহারের’ কারণে ইতোকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

You might also like!