Game

2 weeks ago

Kolkata football League : কলকাতা ফুটবল লিগে তিন প্রধানের আগামী আট দিনের সূচি ঘোষিত

Kolkata football League (symbolic picture)
Kolkata football League (symbolic picture)

 

কলকাতা, ২৯ আগস্ট : কলকাতা লিগে গ্রুপ পর্বের খেলা এখন শেষ পর্বে। আইএফএ বুধবার রাতে কলকাতা ফুটবল লিগের আগামী আট দিনের সূচি ঘোষণা করেছে। এই আট দিনের মধ্যে তিন প্রধানের খেলা শেষ হয়ে যাবে। মহামেডানের দু’টি খেলা বাকি। ১ আগস্ট নৈহাটিতে মেজ়ারার্স ক্লাবের বিরুদ্ধে খেলবে মহমেডান। দুপুর ৩টে থেকে শুরু খেলা। ৬ আগস্ট নিজেদের মাঠে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। সেই খেলা দুপুর ৩টে থেকে শুরু। তিন প্রধানের মধ্যে একমাত্র মোহনবাগানেরই দু’টি ম্যাচ বাকি। ২ আগস্ট তাদের প্রথম ম্যাচ পুলিশ এসির বিরুদ্ধে । নৈহাটির মাঠে সেই খেলা হবে দুপুর ৩টে থেকে। ৫ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নামবে মোহনবাগান। সেই ম্যাচ হবে ব্যারাকপুরে দুপুর ৩টে থেকে।

সুপার সিক্সে ওঠা নিশ্চিত ইস্টবেঙ্গলের। মহমেডানও ভলো জায়গায় আছে। কিন্তু মোহনবাগানের সুপার সিক্স এখনও নিশ্চিত হয়নি। সুপার সিক্স এ যেতে হলে তাদের শেষ দুই ম্যাচ জিততেই হবে। তারপর ক্যালকাটা কাস্টমসের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সবুজ-মেরুনকে।

You might also like!