Game

4 days ago

Bumrah-Sanjana: জিনিয়াস বুমরাহ-র সামনে সঞ্চালক স্ত্রী, প্রশ্ন 'রাতে কী খাবেন?' ভিডিয়ো ভাইরাল

Bumrah-Sanjana
Bumrah-Sanjana

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবারের ভারত পাকিস্তান ম্যাচের পর, বুমরাহ-কে 'জিনিয়াস' বলে অভিহিত করেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। পাকিস্তানের হাতে থাকা ম্যাচ কার্যত ছিনিয়ে এনেছেন ভারতীয় বোলাররা। গুরুত্বপূর্ণ ৩টি উইকেট ঝুলিতে ভরে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরাহ। ভারতবাসীদের মুখে ফুটিয়েছিলেন হাসি। ম্যাচ শেষে আরও বুমরাহ এবং তাঁর স্ত্রীয়ের একটি মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছে দেশবাসী।

তারকা পেসার জসপ্রীত বুমরাহ-এর স্ত্রী সঞ্জনা গণেশন একজন সঞ্চালক। ম্যাচের পরে, বুমরাহর সম্ভবত সেরা সাক্ষাৎকারগুলির মধ্যে এটি একটি ছিল, যখন তাঁর সামনে বুম ধরেন সঞ্জনা। সাক্ষাতকার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সঞ্জনা বলেন, 'খুব শিগগিরিই দেখা হবে'। সঞ্জনার এই বক্তব্যের জবাবে বুমরাহ বলেন, '৩০ মিনিটের মধ্যে আবার দেখা হবে।' আর এর পরেই মিষ্টি করে সঞ্জনার জিজ্ঞাসা, 'ডিনারে কী খাবেন?' জুটির এই মিষ্টি মুহূর্তের ভিডিয়ো এখন বেজায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


You might also like!