Game

3 weeks ago

Jasprit Bumrah :৪০০টি আন্তর্জাতিক উইকেট নিয়ে বুমরাহ হলেন ষষ্ঠ ভারতীয় পেসার

Jasprit Bumrah
Jasprit Bumrah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ৩ উইকেট নেওয়ার পর প্রথম ৪০০টি আন্তর্জাতিক উইকেট নিয়ে ষষ্ঠ ভারতীয় পেসার হলেন জাসপ্রিত বুমরাহ।  বাংলাদেশের শাদমান ইসলাম, মুশফিকুর রহমান ও হাসান মাহমুদকে আউট করে এই কৃতিত্ব অর্জন করলেন জাসপ্রিত বুমরাহ।

ভারতীয় পেসারদের ৪০০টি আন্তর্জাতিক উইকেট (টেস্ট+ওডিআই+টি-টোয়েন্টি)

**কপিল দেব - ৬৮৭ উইকেট (৪৪৮ ইনিংস)

**জাহির খান - ৫৯৭ উইকেট (৩৭৩ ইনিংস)

**জাভাগাল শ্রীনাথ - ৫৫১ উইকেট (৩৪৮ ইনিংস)

**মহম্মদ শামি - ৪৪৮ উইকেট (২৪৫ ইনিংস)

**ইশান্ত শর্মা - ৪৩৪ উইকেট (২৮০ ইনিংস)

**জাসপ্রিত বুমরাহ - ৪০০ উইকেট (২২৭ ইনিংস)


You might also like!