তিরুবনন্তপুরম, ২৮ সেপ্টেম্বর : আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ সুযোগের মঞ্চ হিসেবে আজ বুধবার থেকে তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে পিছিয়ে থেকেও সিরিজ জয়ের পর প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে আত্মবিশ্বাস তুঙ্গে থেকেই নামছেন রোহিত শর্মা-রা। এই সিরিজে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। হার্দিকের অনুপস্থিতিতে ঋষভ পন্থ, দীনেশ কার্তিক-দুজনকেই খেলানোর সুযোগ পাচ্ছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে একটা ম্যাচে খেললেও ব্যাট করার সুযোগ পাননি পন্থ। আর নাগপুরে শেষ ওভারে প্রথম দুটো বলে ছক্কা আর চার হাঁকিয়ে দলকে জেতান কার্তিক।
প্রসঙ্গত, আগামী ২৩ অক্টোবর, মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে সুপার ১২-র প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে নিজের দলকে গোছানোর শেষ সুযোগ পাচ্ছেন রোহিত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে কখনও টি-২০ সিরিজে জেতেনি ভারত। টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপেই আছে দক্ষিণ আফ্রিকা। ফলে এই সিরিজ দু দলের কাছে আরও গুরুত্বপূর্ণ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, আর্শদীপ সিং, জশপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: ক্যুইন্টন ডি কক, তেম্বা বাভুমা (অধিনায়ক), রিলে রোসুউ, আইডেন মাক্ররাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টুবাস, অ্যান্দিলে ফেলুকাওয়া/ দিওয়ানে প্রিটোরিয়াস, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, নোখিয়া, তাবরিজ শামসি।