আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হলেন ব্রায়ান লারা। শনিবার দল এই ঘোষণা করেছে। ২০২৩ সালে আইপিএল মরশুমে অরেঞ্জ আর্মির দায়িত্বে থাকবেন তিনি। গত বছরও তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের ডাগ আউটে দেখা গিয়েছিল। সেই সিজনে তিনি স্ট্র্যাটেজিক হেড হিসাবে দায়িত্ব সামলেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক গত ডিসেম্বরে কৌশলগত উপদেষ্টা এবং ব্যাটিং কোচ হিসাবে হায়দরাবাদ দলে যোগ দিয়েছিলেন। এবার টম মুডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল হায়দরাবাদ সানরাইজার্স ৷ তাঁর অধীনে গতবছর পয়েন্ট টেবিলে আট নম্বরে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ এরপর মুডিকে সরিয়ে ব্রায়ান লারাকেই হেড কোচ করল এসআরএইচ ৷ এ দিন টুইট করে এ খবর দেয় সানরাইজার্স কর্তৃপক্ষ ৷ যেখানে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ‘‘ ব্রায়ান লারা আইপিএলের আগামী মরশুমে আমাদের হেড কোচ হতে চলেছেন ৷’’ প্রসঙ্গত, টম মুডির কোচিংয়ে ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ ৫ বার আইপিএল এর প্লে-অফসে উঠেছে ৷ যার মধ্যে ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি প্রথমবার আইপিএল ট্রফি জেতে।