Game

4 weeks ago

Brazilian's goal wins Arsenal in North London derby:নর্থ লন্ডন ডার্বিতে ব্রাজিলিয়ানের গোলে আর্সেনালের জয়

Brazilian's goal wins Arsenal in North London derby
Brazilian's goal wins Arsenal in North London derby

 

লন্ডন, ১৬ সেপ্টেম্বর : টটেনহ্যাম আর আর্সেনালের লড়াই মানেই উত্তাপ। রবিবারের নর্থ লন্ডন ডার্বির ম্যাচটি উত্তাপে ভরা। সেই জন্য ৮টি কার্ড দেখতে হয়েছে দুদলের খেলোয়াড়কে। উত্তেজক এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে। ২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে মাগালিয়াইসের গোল হলো ১৫টি। এই সময়ে আর কোনও ডিফেন্ডার লিগে ১১টির বেশি গোল করতে পারেননি। ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠেছে আর্সেনাল। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ৯ পয়েন্ট করে নিয়ে লিভারপুল তিনে ও অ্যাস্টন ভিলা চারে আছে। ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে টটেনহ্যাম।

You might also like!