Game

1 month ago

Brazilian footballer Estevao Willian :মাঠে নেমেই ইতিহাসের পাতায় ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভাও উইলিয়ান

Brazilian footballer Estevao Willian
Brazilian footballer Estevao Willian

 

ব্রাসিলিয়া, ৮ সেপ্টেম্বর : বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ৬২ মিনিটে এনরিকের বদলি হিসাবে মাঠে নেমেই ইতিহাসের পাতায় ১৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভাও উইলিয়ান। ব্রাজিলের জার্সিতে খেলা পঞ্চম সর্বকনিষ্ঠ ফুটবলার হলেন তিনি।

ইকুয়েডরের বিপক্ষে শনিবার খেলতে নামার দিন উইঙ্গার এস্তেভাওয়ের বয়স ছিল ১৭ বছর ১৩৫ দিন। এর চেয়ে কম বয়সে ব্রাজিলের হয়ে খেলেছেন পেলে, এদু, ফিলিপে কৌতিনহো ও ফিলিপে এন্দরিক।


You might also like!