Game

4 weeks ago

Brazil worried about Liverpool's victory:লিভারপুলের জয়ে চিন্তায় ব্রাজিল

Brazil worried about Liverpool's victory
Brazil worried about Liverpool's victory

 

লিভারপুল, ৬ অক্টোবর : ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-০ গোলে জয় পেল লিভারপুল। এই জয়ে শীর্ষ স্থানে থাকা নিশ্চিত করল আর্না স্লটের দল। প্রতিপক্ষের মাঠে শুরুতেই গোল পায় লিভারপুল। নবম মিনিটে গোলটি করেন ডিয়েগো জটা।

তবে ম্যাচ জিতেও স্বস্তিতে নেই লিভারপুল। কারন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন দলের নিয়মিত গোলকিপার অ্যালিসন বেকার। বেকার আছেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের ঘোষিত দলেও। তাই বেকারের ইনজুরিতে চিন্তায় ফেলল ব্রাজিল কোচ দরিভালকে।৭ ম্যাচে ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্টে শীর্ষে লিভারপুল।

You might also like!