প্যারিস, ২৪ সেপ্টেম্বর : বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ব্রাজিল। শুক্রবার রাতে ফ্রান্সের লা হাভরে-তে আয়োজিত প্রদর্শনী ম্যাচে ঘানাকে ৩-০ গোলে উড়িয়ে দিল তিতের দল। যোগ্যতানির্ণয়ক পর্বের অপ্রতিরোধ্য ফর্মটা যে এখনও অব্যাহত আছে, সেটা বোঝালেন ব্রাজিলের ফুটবলার-রা। কাতার বিশ্বকাপের যোগ্যতাপর্বে ১৭টা ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট পেয়ে নজির গড়েছিল। আফ্রিকার শক্তিশালী দেশ ঘানাকে প্রায় দাঁড়াতেই দিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৯ মিনিটে মার্কুইনহোসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর ম্যাচের ২৮ ও ৪০ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন রিচার্লিসন। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকার পর মনে হচ্ছিল আরও বড় ব্যবধানে জিতবে ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক গোলের সুযোগ হাতছাড়া করেন রিচার্লিসন-রা। গোল না পেলেও ভাল খেললেন নেইমার। আফ্রিকার দেশ হিসেবে আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে আছে ক্যামেরুন। ঘানার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে ক্যামেরুন ম্যাচের আত্মবিশ্বাসটা জোগাড় করে ফেলল নেইমার-রা।