রিওডিজেনেইরো, ২১ নভেম্বর : আগামীকাল বিশ্বকাপ বাছাইয়ে সুপার ক্লাসিকো ভোর ৬টা ৩০ মিনিটে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের। এই মুহূর্তে আর্জেন্টিনা যেখানে সাফল্যের চূড়া ছুঁয়েছে, ব্রাজিল সেখানে পায়ের নিচে মাটি খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। দুই মেরুতে থাকা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল কালকের ম্যাচটি খেলবে ঐতিহাসিক মারাকানায়।
চোটে পড়া নেইমার–ভিনিসিয়ুসদের মতো তারকাদের ছাড়াই মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে ব্রাজিলের। আবার সঙ্গে আছে টানা দুই ম্যাচে হারার ক্ষতও। তাই এই ম্যাচের আগে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলেছেন ব্রাজিল তারকা রদ্রিগো। বিশ্বকাপের পরই টানা ৮ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। তবে ব্রাজিল ম্যাচের আগে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তারপরও মারাকানায় আগামীকাল ফেবারিট লিওনেল স্কালোনির দল।