Game

11 months ago

বড় স্বস্তিতে টিম ইন্ডিয়া! বুমরাহ-র পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছেন এই তারকা পেসার

Siraj Replace bumrah
Siraj Replace bumrah

 

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে নেই যশপ্রীত বুমরাহ। তাঁর জায়গায় মহম্মদ সিরাজকে দলে নেওয়ার কথা ঘোষণা করল বিসিসিআই। শুক্রবার সকালে বিসিসিআই-এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, চোটপ্রাপ্ত জসপ্রিত বুমরাহের জায়গায় টি-টোয়েন্টি দলে নামছেন মহম্মদ সিরাজ। সিরাজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে দলে আনলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে কি না তা জানানো হয়নি।

অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্ট শুরু হতে আর বেশি সময় বাকি নেই। সেই টুর্নামেন্টে নামার আগে টিম ইন্ডিয়া এই মুহুর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে। লক্ষ্য, বিশ্বকাপে নামার আগে নিজেদের তৈরি করে নেওয়া। তবে যাবতীয় এই প্রস্তুতিতে জল ঢেলে টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ চোট পেয়েছেন। বুমরাহ চোট পাওয়ায় বেশ চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। জসপ্রিতের চোট পাওয়া এবং ক্রিকেট থেকে দূরে চলে যাওয়ার পর ভারতীয় দলে তাঁর জায়গা কে নেবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। শুক্রবার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে বিসিসিআই।

কোনও সন্দেহ নেই বুমরাহ-র চোট সত্যিই টিম ইন্ডিয়ার জন্য বড় একটি ধাক্কা। বিশ্বের যে কোনও ব্যাটসম্যানকে নাকানি চোবানি খাওয়ানোর ক্ষমতা রয়েছে তাঁর। স্পষ্টতই তাঁরা জায়গা পূরণ করা যে কোনও বোলারের জন্য কঠিন প্রমাণিত হতে পারে। জসপ্রিত বুমরাহর বদলি হিসেবে মহম্মদ সিরাজকে দলে নেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই।


You might also like!