কলকাতা, ৩০ মে :ইংল্যান্ড তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার স্টিফেন জেরার্ড।জেরার্ড তার কেরিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন লিভারপুলে এবং ইংল্যান্ড জাতীয় দলের একজন মধ্যমাঠের খেলোয়াড় ছিলেন তিনি। মধ্যমাঠের খেলোয়াড় হলেও দলের প্রয়োজনে আক্রমণভাগ এমনকি রক্ষনভাগেও খেলতেন। তিনি ক্লাব এবং জাতীয় দলের অধিনায়ক ছিলেন।
ক্লাব লেবেলে ৫০৪ ম্যাচে ১২০ গোল করেছেন। তার গোলেই ২০০৫ সালে মিলনকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতে অলরেডরা। দেশের হয়ে ১৪ বছরে ১১৪ম্যাচ খেলেছেন। ইউরো ও বিশ্বকাপ খেলেছেন তিনটি করে। বৃহস্পতিবার তার ৪৪তম জন্মদিন।