Game

2 weeks ago

ICC chairman step down : চেয়ারম্যান থাকছেন না বার্কলে, ডিসেম্বর থেকে নতুন চেয়ারম্যান পাচ্ছে আইসিসি

Greg Barkley (symbolic piicture)
Greg Barkley (symbolic piicture)

 

দুবাই, ২১ আগস্ট : মেয়াদ শেষে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন গ্রেগ বার্কলে। তিনি আর এই পদে থাকতে ইচ্ছুক নন বলে জানিয়ে দিয়েছে আইসিসি। আগামী নভেম্বরে শেষ হবে বার্কলের মেয়াদ। ২০২২ সালের নভেম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন তিনি। মঙ্গলবার আইসিসির ভার্চুয়াল বোর্ড সভার পর এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে। এখন আইসিসির বর্তমান পরিচালকদের আগামী ২৭ আগস্টের মধ্যে পরবর্তী চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পত্র জমা দিতে বলা হয়েছে। যদি একাধিক প্রার্থী থাকে, তাহলে ১ ডিসেম্বর নতুন চেয়ারম্যানের মেয়াদ শুরু হওয়ার আগে নির্বাচন হবে।


You might also like!