Game

3 weeks ago

Champions League 2024 : চ্যাম্পিয়ন্স লিগে ৯-২ গোলে দিনামো জাগরেবকে উড়িয়ে সূচনা বায়ার্ন মিউনিখের

Bayern munich and Dinamo Zagrebs (symbolic picture)
Bayern munich and Dinamo Zagrebs (symbolic picture)

 

মিউনিখ, ১৮ সেপ্টেম্বর : নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে দারুণ ছন্দে রয়েছে মিউনিখ। সেই ধারা অব্যাহত রাখল তারা মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগেও। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৯-২ গোলে জিতেছে বায়ার্ন দিমানো জাগরেবের বিরুদ্ধে। আর প্রথম দল হিসেবে এত গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন কীর্তি গড়ল বায়ার্ন।

বিধ্বংসী বায়ার্নের হয়ে একাই চার গোল করেন কেইন। ওলিসে করেন দুই গোল। বাকি তিন গোলদাতা হলেন রাফায়েল গেররেইরো, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা। গত সপ্তাহে হোলস্টেন কিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করা কেইনের চলতি মরসুমে বায়ার্নের হয়ে ছয় ম্যাচে আটটি গোল করে ফেললেন। আর চ্যাম্পিয়ন্স লিগে ৪৫ ম্যাচ খেলে ৩৩টি গোল করলেন কেইন। এতদিন ৩০ গোল নিয়ে ইংলিশ তারকা ওয়েইন রুনির কাছে ছিল এই রেকর্ডটি।

You might also like!