বার্সিলোনা, ১১ এপ্রিল: আগামী সপ্তাহে শুরু হচ্ছে বার্সেলোনা ওপেন। সেই ওপেনে ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ফিরে আসার ব্যাপারে আশাবাদী।
উল্লেখ্য রেকর্ড ১৪ বারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ী ২০২৩ সালের পুরো মরসুম চোটের কারণে ফেলতে পারেননি। তবে সেই মরসুমে খেলেছিলেন শুধুমাত্র ব্রিসবেন ইন্টারন্যাশনাল। আর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জর্ডান থম্পসনের সঙ্গে খেলতে গিয়েই তিনি নিতম্বে আঘাত পেয়েছিলেন।গত বৃহস্পতিবার, সময়মতো সেরে উঠতে না পারার জন্য মন্টে কার্লো মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন ৩৭ বছর বয়সী নাদাল।তবে নাদাল বলেছেন, " আমি নিশ্চিত করতে চাই না যে আমি খেলব। তবে আমি দারুণ যে আমি এবার আশাবাদী খেলতে পারব।"