Game

6 days ago

Barcelona :লা লিগায় টানা সাত ম্যাচে জয়ের পর প্রথম হারলো বার্সেলোনা

Barcelona lost for the first time after winning seven matches in a row in La Liga
Barcelona lost for the first time after winning seven matches in a row in La Liga

 

বার্সেলোনা, ২৯ সেপ্টেম্বর: লা লিগায় টানা সাত ম্যাচ জয়ের পর প্রথম হারলো হান্সি ফ্লিকের দল বার্সেলোনা। তাদের হারিয়ে দিল উজ্জীবিত ওসাসুনা।লা লিগার ম্যাচে শনিবার রাতে দারুণ এক জয় পেয়েছে ওসাসুনা। ঘরের মাঠে ৪-২ গোলে জিতেছে তারা।ওসাসুনার হয়ে গোলগুলি করেন আন্তে বুদিমি(২) ও ব্রায়ান সারাগোসার, আবেল ব্রেতোনেস। বার্সেলোনা হয়ে গোল করেন পাউ ভিক্তর ও লামিনে ইয়ামাল।

৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। ১৫ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। আর ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে ওসাসুনা।

You might also like!