Game

3 weeks ago

Atletico Madrid vs Barcelona: কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনা , প্রতিপক্ষ রিয়াল

Atletico Madrid vs Barcelona
Atletico Madrid vs Barcelona

 

বার্সেলোনা, ৩ এপ্রিল : চার মরসুম পর আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনা। ২৬ এপ্রিল তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সার মাঠে গোল উৎসবের ম্যাচটি ড্র হয়েছিল ৪-৪ ব্যবধানে। আর দ্বিতীয় লেগে বুধবার রাতে আতলেতিকোকে ১-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনাল গেল বার্সা।

ম্যাচের ২৭ মিনিটে বার্সাকে সাফল্য এনে দেন ফেররান তোরেস। বক্সে দারুণ পাস দেন ইয়ামাল, সেই বল ধরে প্রথম টাচে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান তোরেস। ঘরের মাঠে এদিন আতলেতিকো পুরো ম্যাচে ৬টি শট নিলেও একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে বার্সা ১৫টি শট নিয়ে ৫টি গোলমুখে রেখেছিল। ২৬ এপ্রিল ফাইনালে তারা মুখোমুখি হবে রিয়ালের। ২০১৩-১৪ মরসুমের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ।


You might also like!