দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওমেলো বার্সার অ্যাকাডেমি লা মাসিয়ায় ছিলেন ৭ বছর। তবে বার্সেলোনার মূল দলে খেলেননি তিনি। এবার সেই সুযোগটা পেয়েছেন। ৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লেখালেন স্প্যানিশ এই মিডফিল্ডার। এবার ইউরোতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ওলমো। চোটে পড়া পেদ্রির জায়গায় সুযোগ পেয়ে স্পেনের শিরোপা জয়ে দারুন অবদান রেখেছেন তিনি। জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে বার্সায় এসেছেন ওলমো। তার জন্য বার্সাকে খরচ করতে হয়েছে ৬০ মিলিয়ন ইউরোরও বেশি। শুক্রবার এক বিবৃতিতে দানি ওলমোর সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে বার্সেলোনা।