Game

6 days ago

LALIGA EA SPORTS 2024/25: আত্মঘাতী গোলে বার্সার কষ্টার্জিত জয়, রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল

LALIGA EA SPORTS 2024/25
LALIGA EA SPORTS 2024/25

 

বার্সেলোনা , ১৩ এপ্রিল : প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লেগানেসের বিরুদ্ধে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। তবে ভাগ্যের সহায় জয় পেল বার্সেলোনা। কারন লেগানেসের ডিফেন্ডার হোর্হে সায়েন্স এর আত্মঘাতী গোলে জয় পেয়েছে বার্সা। আর এই জয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সা রিয়াল মাদ্রিদের চেয়ে। এই দলের বিরুদ্ধে আসরে প্রথম দেখায় গত ডিসেম্বরে ঘরের মাঠে বার্সেলোনা হেরেছিল একই ব্যবধানে। ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হল ৭০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯ নম্বরে আছে লেগানেস। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বার্সা। প্রথম লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে ফ্লিকের দল।


You might also like!