Game

3 days ago

Barcelona vs Young Boy:ইয়াং বয়েজকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে বার্সার 'প্রথম' জয়

Barcelona vs Young Boy
Barcelona vs Young Boy

 

বার্সিলোনা, ২ অক্টোবর : ইয়াং বয়েজের বিপক্ষে গোল উৎসব করে চ্যাম্পিয়নস লীগে প্রথম জয় পেল স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইয়াং বয়েজকে ৫-০ গোলে হারাল বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি। একটি করে গোল করেছেন রাফিনিয়া ও ইনিগো মার্টিনেজ। অন্য গোলটি আত্মঘাতী।সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচের দুটিতে হেরেছিল বার্সেলোনা।

ম্যাচে প্রায় ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বার্সেলোনা, এর সাতটি ছিল লক্ষ্যে। বয়েজ কেবল নিয়েছে দুটি শট, এর একটিও ছিল না লক্ষ্যে।

You might also like!