Game

1 year ago

Bajrang Punia : বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

Bajrang Punia
Bajrang Punia

 

নিউ ইয়র্ক, ১৯ সেপ্টেম্বর  : বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মুখ উজ্জ্বল করলেন বজরং পুনিয়া। ২০২২ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সেবাস্তিয়ান রিভেরাকে পরাস্ত করে ব্রোঞ্জ পদক জিতলেন বজরং পুনিয়া। আর ব্রোঞ্জ জয়ের ফলে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে চারটি পদক জয়ের নজির গড়ে ফেললেন তিনি।

কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন মাইকেল ডিয়াকোমিহালিসের কাছে হারের পর রিপেচেগ রাউন্ডে আর্মেনিয়ার ভাজজেন টেভানিয়ানকে ৭-৬ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জয়ের ম্যাচের যোগ্যতা অর্জন করেন বজরং। এরপর ১১-৯ ব্যবধানে পুয়ের্তো রিকোর সেবাস্তিয়ান সি রিভেরাকে পরাস্ত করে ব্রোঞ্জ জেতেন তিনি। এই নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিন বার ব্রোঞ্জ জিতলেন বজরং। এর আগে তিনি ২০১৩ সালে ব্রোঞ্জ, ২০১৮ সালে রুপো এবং ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছিলেন।

এদিন ম্যাচে মাত্র ৩৫ সেকেন্ডেই ০-৬ ফলে পিছিয়ে পড়েছিলেন বজরং। এরপর একটি থ্রো এবং একটি টেকডাউন মুভের মধ্যে দিয়ে ৬-৬ করেন তিনি। এরপর ফের এগিয়ে যান রিভেরা। প্রথম পিরিয়ড শেষে রিভেরা এগিয়ে ছিলেন ৯-৬ পয়েন্টে। তবে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও লড়াই ছাড়েননি বজরং পুনিয়া। শেষ পর্যন্ত ১১-৯ ফলে পদক নিশ্চিত করলেন বজরং। বজরংয়ের পাশাপাশি ভারতকে দ্বিতীয় পদক দেন বিনেশ ফোগত। ৫৩ কেজি বিভাগে বিনেশ হারিয়েছেন সুইডেনের এম্মা মালগ্রেনকে। 

You might also like!