Game

2 weeks ago

Babar Azam:অবশেষে ব্যর্থতার কারনে দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন বাবর

Babar Azam
Babar Azam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুঞ্জনই সত্যি হলো। পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়লেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাবরকে বাদ দেওয়া হয়েছে। নতুন নির্বাচক প্যানেল রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী মঙ্গলবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে দ্বিতীয় টেস্ট।পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে বাবরের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার জন্য আপাতত তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড বাবরকে প্রথম শ্রেণির টুর্নামেন্ট 'কাযেদ ই আজম ট্রফিতে' খেলার নির্দেশ দিয়েছে। ২০১৯ সালের পর থেকে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন না।

দ্বিতীয় টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ, সৌদ শাকিল, আমির জামাল, আব্দুল্লাহ শফিক, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আগা, উসামা মিরা, জাহিদ।

You might also like!